কবিতা - আকাশের কনুই, কবি - গোলাম রসুল
আকাশের কনুই
গোলাম রসুল
মুণ্ডকাটা একটা শহর
মাংসের বিরহ রক্তের জন্য
খুব দামি একটা মৃত্যু
যার আয়নার মধ্যে সৈন্যরা পাহারা দিচ্ছে
সাদা প্লেটে জীবন্ত মৃত্যু
গোলাপি পানীয়তে ভাসছে আকাশের কনুই
আধুনিক রাত তার ঘোড়া চেপে এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছে
পিতলের ঘোড়া
মানুষের খোলসগুলো পড়ে রয়েছে
এবং রং মাখানো ফুল
অর্গাজম বাজার সমুদ্র মাছের আঁশের মতো চকচকে
এবং মোমের গাদ থেকে মধু গড়িয়ে পড়ছে
একটা হাইড্রেন হামাগুড়ি দিয়ে চাঁদে ডুকছে
আর চুম্বকের মতো তার দেহ আটকে রেখেছে নীল কাদা
মোটা বই
বহুতল সমাধি
মরা গাছের ডালে ঝুলছে জ্যান্ত সাপ
কুয়ো থেকে উঠে আসছে মেঘ
জ্যাকেট পরা শীতার্ত দৈত্য
আধুনিকতা
সবুজ ছুরি
এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করো না আমি বলতে পারবো না কবে সেই বালির বলিদান

