কবিতা - ট্রেডমিল আমাদের হাঁটা পথ, কবি - হান্নান বিশ্বাস
ট্রেডমিল আমাদের হাঁটা পথ
হান্নান বিশ্বাস
নাক্ষত্রিক ছায়া পথ
আমরা মেঘের ভেলায় লক্ষ্যহীন যাত্রী
মুখ বন্ধ হাওয়ার বস্তা
মৃত্যুর পরেও শ্বাস নিতে পারছি তাই
ট্রেডমিল আমাদের হাঁটা পথ
হাতঘড়ি টা
টিক টিক আওয়াজে ঠেলছে সময়
মৌমাছিরা
জোনাকির মুখোশে পথ দেখায়
আমাদের সরণ শূন্য
মনের আঙ্গিনায়
বাড়ছে বাহারী ক্যাকটাসের চাষ
ধর্ম পুকুরে
পানকৌড়ির পূণ্যস্নান

