কবিতা - তনু কবিতা, কলমে - মো. নজরুল ইসলাম
তনু কবিতা
মো. নজরুল ইসলাম
আজও আসেনি দিন বদলের সেই দিন
আমরা দিনে দিনে দিনের কাছে হচ্ছি ঋণ।
কাননে ভরবে পুষ্পে বহিবে সুবাতাস
স্বপ্ন ম্লানিতে ভাষিয়ে কুড়চ্ছি সর্বনাশ।
মানুষ রুপি পশুত্ব করছি লালন
ইচ্ছে মত ঘটাচ্ছি অঘটন।
খেয়াল হলেই করছি কোন মায়ের কোল খালি,
বুঝছি না, হচ্ছি যে সমাজের চোখের বালি।
সমাজও বড্ড বেহায়া সইছে নিরবে নিভৃতে
ভুলে যাই একটার পর একটা ঘটনা কাঁদিতে কাঁদিতে।

