কবিতা - আত্মার অলিখিত সংবিধান, কলমে - প্রফেসর ড. মোস্তফা দুলাল

 


আত্মার অলিখিত সংবিধান 

প্রফেসর ড. মোস্তফা দুলাল

কবি, লেখক ও গীতিকার


গানের রাজ্যে সুরের ছায়, ধ্বনিতে জাগে প্রাণ,

গীতিকারতো রাজা বটে, লিখে কথা আর গান।

সুরকারের সুরে, গানের চরণ, নাচতে থাকে,

সেতো মন্ত্রীর মতো, ঘুরায় ছড়ি, ছন্দের বাঁকে।


বাদক শিল্পীর তাল আর সুরে, গানের জোছনা ঝরে,

এরা দূত বটে, পৌঁছায় গান, মানব মনের ঘরে।

মিজান হাতে বসে শ্রোতা শোনে সংগীতের তান,

বাঁচিয়ে রাখে কথা কন্ঠ, আর সুর মাখা গান।



গানের রাজ্যে গড়ে ওঠে, মাটির মতো ভূমি,  

কবির ছায়া, সুরের আলো, কণ্ঠে মিশে ঝুমি।

শ্রোতার প্রেমে শিল্পীর কন্ঠে, জন্মে নব সৃষ্টি, 

তাতেই গাঁথা জাতির স্বপ্ন, কালের নবীন কৃষ্টি।


শেষে বলি, গানের রাজ্য, শ্বাশত এক বোরাক,

গানে মিলে মনের আলো, আত্মার নিখুঁত খোরাক।


কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।

 ঢাকা, বাংলাদেশ। 

No comments

Powered by Blogger.