কবিতা - প্রকৃতি ক্ষেপেছে, কবি - আলী সোহারব (বাংলাদেশ)

 


প্রকৃতি ক্ষেপেছে 

আলী সোহারব(বাংলাদেশ) 


প্রকৃতি ক্ষেপেছে পাগলা 

  ঘোড়ার মত, 

সারাদিন ঝরঝর বর্ষা 

ঝরছে অবিরত। 

ঝড়ের তান্ডবে গাছপালা 

মড় মড় মড়াৎ,

পিচ্ছিল কাদায় চলতে পথিক আছাড়খাচ্ছে শড়াৎ । 

ঘরের চালে খড়ের ছাউনি 

দিয়ে পড়ছে জল, 

গরিবের কী করার আছে 

তাইতো তোরা বল?

 চাষের হাল নিয়ে চাষী 

ধানের খেতে  যায়, 

চাষ করিবার তরে তাদের

ধুম পড়ে যায়। 

শালিকের দল গাছের ডালে 

ভিজে হল সার, 

নায়ের মাঝি নেইতো ঘাটে 

কে করিবে পার?

পথ পানে চেয়ে বধুয়া 

কখন যাব বাড়ি, 

একটুখানি দেরি হলে 

দিবে প্রিয়া আড়ি।

No comments

Powered by Blogger.