কবিতা - আগমনী বর্ষা, কলমে - আজমিরা খাতুন
আগমনী বর্ষা
আজমিরা খাতুন
মেঘের মালা পরল আকাশ,
গ্রীষ্ম ঋতুর বিদায় কাল।
বর্ষা সোজনীর আগমনে,
তুষ্টি হলো ধরাতল।
বৃষ্টিছোঁয়া মাটির ঘ্রাণে,
বইছে মৃদু বাতাস।
অসস্তি তাপ বিদায় নিলো,
শীতল সস্থীর প্রকাশ।
বৃষ্টি পেয়ে তুষ্টি হলো,
ঘন অরণ্য ভূমি।
বৃষ্টি পেয়ে তুষ্টি হলো,
কৃষকের জমি।
নব সাজে সেজে উঠল,
সবুজ শ্যামলিমা।
খাল বিল ও নদী নালায়,
জল হইল জমা।
বৃষ্টি নেশায় চাতকের দল,
মেঘের তলে উড়ে।
মন পাখিটি হারিয়ে গেলো,
চাতক পাখির ভিড়ে।
ঢেকে গেছে সারা আকাশ,
মেঘের আবরণে।
পুলকিত হয় সৃষ্টি সকল,
বর্ষার জাগরণে ।।
No comments