কবি - ভাঙা বৈঠার স্বপ্ন, কবি - প্রফেসর ড. মোস্তফা দুলাল (বাংলাদেশ)

 


ভাঙা বৈঠার স্বপ্ন

প্রফেসর ড. মোস্তফা দুলাল

কবি, লেখক ও গীতিকার


রাত্রি নামে জলের বুকে

                  তরঙ্গ বাজায় সুর 

চাওয়াগুলোর নীরব বাঁশি

                 ভেসে যায় অসীম দূর।

কূল কিনারার দৃষ্টি ধুয়ে

                পথে জমে নীল রাগ,  

উত্তরণে গহীন গিরি

              হৃদয় রয় নীরব আগ।  


পাথর বুকে বইছে স্রোতে

             বাঁধের করুন গাঁথা,

দহন-ধারে ডুবে আছে

           পুড়া স্বপ্নের কাঁথা।

দিগন্তে যে সূর্য হাসে

             মিথ্যে মরীচিকা,

প্রয়াণ পাখি লুকায় বাজায়

               প্রাণের স্মরণিকা।

  

জীবন যেন জোয়ারের জল

                 ছায়ার আর্ত ছবি,

মোহের মাঝে গড়ে খেয়া

                 সেটা ভাঙে রবি। 

মাটি খুঁড়ে চাইলে কাঞ্চন

               কাদার মাঝে ঢাকে,

ফুলের কাঁটা সঙ্গী হয়ে

               রক্ত-রেখা আঁকে।

  

নিশিরাতে ঝরে চেতন

            স্রোতে ধ্যানের ধ্বনি,  

ভাঙা বৈঠায় বাইলে খেয়া

              খুঁজে পায়না খনি।

সবার শেষে জলে গিয়ে

            গন্ধে শূন্য ভরে,

শেষ তরিটার আশ্রয় মিলে

            অশেষ অন্তিম ঘরে।


সাফল্য নয় জীবন মানে

            স্বপ্ন স্রোতের ধারা,

প্রয়াণ পটে খুলে দুয়ার

           জীবন জন্মের কারা।


কপিরাইট আইনের সর্বস্বত্ব লেখক

কর্তৃক সংরক্ষিত। ঢাকা, বাংলাদেশ।

তারিখ: ২৮-০৬-২০২৫।

No comments

Powered by Blogger.