কবিতা - ঝড় উঠেছে, কবি - ড. মনোরঞ্জন দাস
ঝড় উঠেছে
মনোরঞ্জন দাস
ঝড় উঠেছে আকাশ মাঝে, ঘূর্ণি দ্যাখো বেশ।
আকাশ মাঝে ঝঞ্ঝা ঐ, চলছে তার রেশ।।
গাছগুলো সব পড়ছে নুয়ে, বিশ্রি সব শব্দ।
বাতাস আজ ঝড় হয়ে কি, করবে সবে জব্দ।।
চারিদিকে কড়্ কড়্ কড়্, চমকে ওঠে পিলে।
মাছগুলো সব লাফিয়ে ওঠে ওই যে জলে, ঝিলে।।
দিশেহারা ঝরা পাতা, উড়ছে দ্যাখো ওই।
কোথা থেকে কোথা যাই, পথ খুঁজে না পাই।।

