কবিতা - রোমন্থন, কবি - ড. মনোরঞ্জন দাস

 


রোমন্থন

ড. মনোরঞ্জন দাস


প্রেমের প্রান্তরে শুদ্ধির বীজ বোনো।

প্রত্যয়কে সাথী করে অনবদ্যতা আনো,

আনো মানবিক গুণগুলো

একে একে সংস্পর্শে, স্বাধীন।


জীবন প্রান্তরে ঋদ্ধির রোমন্থন করো , নিরন্তর।

সম্পর্কে সাজুকতার চাষ করো

সরল সত্যের সাথে সমান্তরাল!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url