কবিতা - জাগো... কবি - বিশ্বনাথ সাহা
জাগো...
বিশ্বনাথ সাহা
ওঠা গো, ঘুমিও না আর
কতো পাখি ডাকে
রাতের শেষে ভোর বেলাতে
কেউ কি ঘুমিয়ে থাকে?
ছেলেমেয়ে সবাই জাগে
সূর্য ওঠার আগে
মুখ হাত ধুয়ে পড়তে বসে
পড়াতে মন লাগে।
দেহ মনে চনমনে ভাব
সারাদিনই থাকে
খাবার খেয়ে দেহের শক্তি
ধরবে কে আর তাকে!
পড়াশোনায় মনের শক্তি
দিনে দিনে বাড়ে
জ্ঞান যে নিজেরই ধন
কে বা বলো কাড়ে!
টাকার ব্যাগ আর জমানো ধন
হতে পারে চুরি
বিদ্যাধন তো যায় না চুরি
তার নেই কোনো জুড়ি।
© বিশ্বনাথ সাহা

