কবিতা - যায় না কিছুই, থাকে; কবি - আব্দুল মালেক
যায় না কিছুই, থাকে
আব্দুল মালেক
মনটাকে যদি উল্টো পথে সোজা করে নিই
তবে যাই না কিছুই, থাকে
মেঘলা আকাশে মায়াবী চাঁদের আলোয়
ব্যাপ্ত চরাচর
অন্য আবেশে ছেয়ে যায় মন নিমেষেই
কই সে তো দেয় না ধরা
তবুও সে আমারই একান্ত অনুভবে
সন্ধ্যায় পাখির কুজন আজানের সুর
দূর গাঁয়ে শঙ্খধ্বনি
নিশুতি রাতের ঝিঁঝিঁ আর ঝিল্লির ডাক
যেন একটা চলচ্চিত্র
যৌবন উন্মুত্ত নদীর উত্তাল ঢেউ
প্রকৃতির শ্যামলীমা বিহবল করে দেয় আমাকে
মনটাকে যদি উল্টো পথে সোজা করে নিই
তবে যায় না কিছুই, থাকে।