রঁদো কবিতা - বসন্ত এসেছে, কলমে - মোঃ ইজাজ আহামেদ
বসন্ত এসেছে (রঁদো কবিতা)
মোঃ ইজাজ আহামেদ
রুপালি ডানায় ভর করে
বুড়ী শীতকে বিদায় করে
এসেছে চির বসন্ত,
নব যৌবনে ফুটন্ত,
নব পুষ্পের সমাহারে।
কোকিলেরও কুহুতানে,
বাতাসে মুকুলের ঘ্রানে
জাগবে সব মনে বসন্ত।
নতুন গাছ নবপল্লবে
আনন্দতে জেগে উঠবে ।
ভ্রমর ফুলে হবে মত্ত,
মধু পানে করে নৃত্য।
প্রকৃতি সাজবে উৎসবে।
*কবিতাটি 'স্বপ্ন তরী' কাব্যগ্রন্থের অন্তর্গত*
*নোট: রঁদো কবিতা। তেরো পংক্তির তিনটি স্তবকের কবিতা। পাঁচ, তিন পাঁচ পংক্তির তিনটি স্তবক থাকে। প্রতিটি পংক্তিতে থাকে আটটি অক্ষর বা দল। মিলবিন্যাস রীতি হল- ককখখক, ককখ, ককখখক।
https://amzn.in/d/dSLPlu9
https://www.rokomari.com/book/401760/swapnotori
https://a.co/d/8j8OKqK