কবিতা - ডঃ বাবাসাহেব আম্বেদকর, কবি - অধ্যাপক বিশ্বনাথ সাহা
ডঃ বাবাসাহেব আম্বেদকর
অধ্যাপক বিশ্বনাথ সাহা
অনেক কষ্ট, অনেক দুঃখ
নীরব জ্বালা সয়ে
শিক্ষার্জনে ব্রতী তুমি
সেরা ছাত্র হয়ে।
প্রতি পদে লাঞ্ছনা আর
অভাব সঙ্গী তোমার
দাও নি ছেড়ে হাল তবুও
তোমার পড়াশোনার।
ডিঙিয়ে পাহাড় সমাজ বাধার
স্কুল শিক্ষায় তোমার জয়
অবজ্ঞা ও অবহেলায়
অঢেল তোমার প্রত্যয়।
কলেজ বিশ্ববিদ্যালয়ে
দেশ বিদেশে গিয়ে
অর্থনীতি আইন শিক্ষায়
এলে খেতাব নিয়ে।
ভারতের সংবিধান গড়ে
সমাজ সংস্কারে
মন ঢেলেছো মানব হিতে
বঞ্চিতদের তরে।
ওগো গুণী, ওগো বিদ্বান
তুমি মানব মহান
জগৎবাসী সবাই স্মরে
আজ তোমার অবদান।
©®বিশ্বনাথ সাহা

