কবিতা - উপত্যকায় ঈদের চাঁদ, কলমে - মোঃ ইজাজ আহামেদ

 




উপত্যকায় ঈদের চাঁদ 
মোঃ ইজাজ আহামেদ

আমরা গাজাবাসী,
আমাদের উপত্যকায় ঈদের চাঁদ ঝিমায়,
সে আনন্দ নিয়ে আসে না,
আমরা বেঁচে থেকেও মরে গেছি
মনের আঙিনায়,
নির্মম হত্যার অকাল মৃত্যু সর্বদাই চোখ রাঙায়,
আমাদের কাছে ঈদের খুশি আসে না,
বাড়ির কঙ্কালগুলিতে বসে তাকিয়ে আছি অসহায় বিস্ময় চোখে
উদাসী ধূসর সন্ধ্যার আকাশের দিকে,
বাতাস শুঁকে শুঁকে যাচ্ছে বারুদের ঘ্রাণ
আর আলিঙ্গন করছে হাজার হাজার আর্তনাদ,
গোধূলির দুঃখিত আলো লুটিয়ে পড়ছে পবিত্রভূমির কঙ্কালগুলিতে,
ঈদের একফালি চাঁদ তন্ন তন্ন করে খুঁজছে ক্ষতহীন এক টুকরো ঘর;
না নেই, সব রক্তাক্ত ধ্বংসস্তূপ, লাল মানচিত্রে ঈদ ঢুকরে ঢুকরে কাঁদছে,
সোনালী অতীত আর স্বপ্নের ভবিষ্যৎ উঁকি মারছে ভাঙ্গা কার্নিশে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url