কবিতা - ফাল্গুন, কবি - আলী সোহারব (বাংলাদেশ)
ফাল্গুন
আলী সোহারব (বাংলাদেশ)
মাঘের শেষে ফাগুন এসে
ভরে হৃদয়ের কোন,
দখিনা হাওয়ায় আমার
বিকাশিত হয় মন।
কোকিলের সুমধুর গানে
উদাসী বনের বায়,
মেঠো পথ ধরে পথিক
কোন সে দূরে যায়।
গাছের শাখায় ফুঁটেছে কত
অশোক পলাশ ফুল,
প্রেমিক প্রেমিকারা নিতে
করে নাকো ভুল।
নিশিরাতে জোছনা যে দেয়
স্নিগ্ধ আলো ছড়িয়ে।
বাউল বাতাস ভুবন মাঝে
হাতটি দেয় বাড়িয়ে।
সকাল সাঁঝে, নতুন ফুলে
ভরছে গাছের শাখ,
গাছের ডালে হরেক পাখির
কিচির মিচির ডাক।
মিটিমিটি আলো দিয়ে
জোনাকিরা জ্বলে,
চাতক চাতকিরা যেন
গোপনে কথা বলে।
উদাসী হাওয়ায় কেন জানি
মন যে উদাস হয়,
ফাগুনে এই মধুর স্মৃতি
কভু ভোলার নয়।

