কবিতা - বাংলা ভাষা শুনলে, কবি - ডঃ রমলা মুখার্জী
বাংলা ভাষা শুনলে
ডঃ রমলা মুখার্জী
বাংলা ভাষা শুনলে কানে
হৃদয় মাঝে দোলা,
এই ভাষাতেই একতারা হাতে
বাউলের পথ চলা।
বাংলাভাষা শুনলে বুকে
তোলে হাজার তান
এই ভাষার জন্য সালাম
বরকত দিল প্রাণ।
বাংলাভাষা শুনলে স্নায়ুর
তন্ত্রীতে লাগে সুর
বাঙালির মন কেন তবে বল
বাংলার থেকে দূর?
বাংলাভাষার জন্য একুশ,
ঊনিশ দিয়েছে প্রাণ -
বাংলা উচ্চারণে বেয়াকুব
বাঙালির যায় মান।
বিদেশী ভাষার হাই ম্যামেতে
বাংলা এখন খিচুড়ি
আন্তর্জাতিক ভাষার কি হাল!
আখরে পড়েছে হাতুড়ি।
মায়ের ভাষার ফাটল দিয়ে
কেবলই ঢুকছে বিদেশী-
তপস্যালব্ধ মাতৃভাষাকে
বাঁচাই এসো স্বদেশী।
আমবাঙালির প্রাণে জাগুক
বাংলাভাষার বোধ -
বাংলাভাষার উচ্চারণে
উঠানে নাচুক রোদ।
সেই রোদেতে বাঙালিরা বসি
করুক আলোক স্নান -
সমবেত গানে শপথের বাণী
বাংলা কভু না ম্লান।

