কবিতা - মুহূর্ত, কবি ড. মনোরঞ্জন দাস
মুহূর্ত
ড. মনোরঞ্জন দাস
১
মুহূর্তের মন্থনে ক্ষণ, অনুক্ষণ সংবাহনে থাকে, সংস্পর্শনে
থাকে।
বয়ে যাওয়া স্রোতে গতি, জীবন, জীবনবৃত্তান্ত,
নিরন্তর।
২
শিশির ভেজা ঘাসের ওপর হাঁটা মুহূর্তের অনুসারে, অনবদ্যতা।
হাতে হাত ধরে চলা প্রেমিকার মুহূর্ত মিথুন
এক প্রিয় প্রতিসরণে, আনন্দ আবেশে, পরম প্রবর্তনে থাকে।
দ্রিমিক দ্রিমিক হৃদস্পন্দন এখানে আনন্দজোয়ারের
অংশী।
৩
বিরহে বিবর্তন মনে আর মননে।
উদাসী বাতাসের কাছে চিঠি দেয়া,
তুমি ফিরেএসো প্রিয়তমা
আমার কাছে, প্রত্যয়ে।
সে ফেরে নি...
দীর্ঘশ্বাসে আমার মুহূর্ত প্রসারী এখন , চলাচলে
ঋদ্ধগামী।
৪
নবজাতকের জন্মলগ্নে কন্ঠস্বর
মুহূর্তের মৌলিকতা প্রিয় হাসির দ্যুতি আনে অনন্যতায়।
এও এক মুহূর্ত প্রতিসরণে থাকে!
৫
বিষণ্ণতায় কেঁদে যাওয়া কালের গভীরে কালে নিরন্তর নির্মাণ,
সে বিচ্ছুরিত বড়ই
যেন প্রিয়জনের সৎকার
সেরে শ্মশানে থেকে ফেরা একক এক অনুসঙ্গ,
ব্যথার প্রবাহে।
No comments