কবিতা - মুহূর্ত, কবি ড. মনোরঞ্জন দাস




মুহূর্ত

ড. মনোরঞ্জন দাস

মুহূর্তের মন্থনে ক্ষণ, অনুক্ষণ সংবাহনে থাকে, সংস্পর্শনে

                          থাকে।


বয়ে যাওয়া স্রোতে গতি, জীবন, জীবনবৃত্তান্ত,

 নিরন্তর।


শিশির ভেজা ঘাসের ওপর হাঁটা মুহূর্তের অনুসারে, অনবদ্যতা।

হাতে হাত ধরে চলা প্রেমিকার মুহূর্ত মিথুন 

এক প্রিয় প্রতিসরণে, আনন্দ আবেশে, পরম প্রবর্তনে থাকে।


দ্রিমিক দ্রিমিক হৃদস্পন্দন এখানে আনন্দজোয়ারের 

                     অংশী।

বিরহে বিবর্তন মনে আর মননে।

উদাসী বাতাসের কাছে চিঠি দেয়া,

তুমি ফিরেএসো প্রিয়তমা

         আমার কাছে, প্রত্যয়ে।


সে ফেরে নি...

দীর্ঘশ্বাসে আমার মুহূর্ত প্রসারী এখন , চলাচলে    

                   ঋদ্ধগামী।

নবজাতকের জন্মলগ্নে কন্ঠস্বর

মুহূর্তের মৌলিকতা প্রিয় হাসির দ্যুতি আনে অনন্যতায়।

এও এক মুহূর্ত প্রতিসরণে থাকে!

বিষণ্ণতায় কেঁদে যাওয়া কালের গভীরে কালে নিরন্তর নির্মাণ,

সে বিচ্ছুরিত বড়ই

যেন প্রিয়জনের সৎকার

        সেরে শ্মশানে থেকে   ফেরা একক এক অনুসঙ্গ,

             ব্যথার প্রবাহে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url