Header Ads

কবিতা - প্রজাতন্ত্র দিবসে, কবি - ড. মনোরঞ্জন দাস

 


প্রজাতন্ত্র দিবসে

ড. মনোরঞ্জন দাস


পরিবর্ধনে প্রজা, আমরাই   

                   প্রজাবৎসল।


একক সত্যে নিজের মধ্যেই

 নিজেকে গ্রহন, পরিচালন 

                         সর্বতো।


কার্যকরণে গনতন্ত্র, সার্বভৌমিকতা অনবদ্য।


সংগ্রহণে মর্যাদা-মিলন, প্রজাতন্ত্রী মোরা মগ্নতায়।


অনন্যতায় আছি, সর্বসাধারণে থাকবো মোরা

                   আগামীতেও।

No comments

Powered by Blogger.