Header Ads

কবিতা - অপেক্ষা, কবি - সুরাইয়া সুলতানা

 


অপেক্ষা 

 সুরাইয়া সুলতানা


আমি অপেক্ষা করি-

একটা রোদে ভেজা সকালের জন্য। 

আমি অপেক্ষা করি -

একমুঠো ফেলে আসা অতীতের জন্য ।

আমি অপেক্ষা করি -

তোমাকে নতুন করে পাবার জন্য ।

আমি অপেক্ষা করি -

ভালোবাসা পাওয়ার জন্য ।

আমি ভালোবাসি -

অপেক্ষা করতে।

1 comment:

Powered by Blogger.