কবিতা - জল, কবি - মনোরঞ্জন দাস
জল
মনোরঞ্জন দাস
১
তৃষ্ণার্তকে একটু জল দেবে, দরদী, অনুক্রমে।
সমাহারে কত সব দিন চলে গেছে জলজ উপাখ্যানে,
জল জল জল চারিদিকে
বন্যার্ত সবে, দুঃখের ঘরে হয়েছে সাথী, পরিধিতে ।
জল নেমে গেলে, ফলনে উর্বরা মাটি , মাঠে মাঠে
ফলন হবে বেশ।
২
জীবন, জলের কাছে জীবনী
হয়ে রয় আজীবন,
সংশ্লেষে
খাওয়া,নাওয়া, ধোওয়া,
আরো কত কিছু পরিসরে।
একে একে আগত সময় লিখে রাখে সব, পরম্পরায়।
৩
প্রতিদিন, সারাৎসারে আর সর্বক্রমে জল চাই জলযোগে,
যেতে যেতে পথিকও জল চায় তৃষ্ণা উপশমে ,
গাছের তৃষ্ণার কথা বুঝেছ কি কোনোদিন,সবিস্তারে ?
৪
কালো মেঘের গভীরে জলেদের রূপকথা।
মেঘ নিয়ে কবিদের কত যে কথকতা।।
৫
জীবনের শেষ পর্বে সেই শেষ লগ্নে একটু জল,
অনুভবের গভীরে উদ্গত
কান্না, সবার;
প্রিয় জনের শেষ অধ্যায়ে
সবার হৃদয়ে ব্যথাস্নান।
সবারই প্রতীক্ষা সর্বোপরি
অন্তিম লগ্নের।
সময় বুঝে একটু জল দেয়া
মুখে,
তারপর অনন্তের পথে যাত্রা!
........
কবিতা হলো?

