কবিতা - জল, কবি - মনোরঞ্জন দাস

 


জল 

মনোরঞ্জন দাস

তৃষ্ণার্তকে একটু জল দেবে, দরদী, অনুক্রমে।


সমাহারে কত সব দিন চলে গেছে জলজ উপাখ্যানে,

জল জল জল চারিদিকে

বন্যার্ত সবে, দুঃখের ঘরে হয়েছে সাথী, পরিধিতে ।


জল নেমে গেলে, ফলনে উর্বরা মাটি , মাঠে মাঠে

             ফলন হবে বেশ।

জীবন, জলের কাছে জীবনী 

        হয়ে রয় আজীবন,

সংশ্লেষে

খাওয়া,নাওয়া, ধোওয়া,

আরো কত কিছু পরিসরে। 


একে একে আগত সময় লিখে রাখে সব, পরম্পরায়।

প্রতিদিন, সারাৎসারে আর সর্বক্রমে জল চাই জলযোগে,

যেতে যেতে পথিকও জল চায় তৃষ্ণা উপশমে ,

গাছের তৃষ্ণার কথা বুঝেছ কি কোনোদিন,সবিস্তারে ?

কালো মেঘের গভীরে জলেদের রূপকথা।

মেঘ নিয়ে কবিদের কত যে কথকতা।।

জীবনের শেষ পর্বে সেই শেষ লগ্নে একটু জল,

অনুভবের গভীরে উদ্গত    

                  কান্না, সবার;

প্রিয় জনের শেষ অধ্যায়ে

         সবার হৃদয়ে ব্যথাস্নান।

সবারই প্রতীক্ষা সর্বোপরি

                  অন্তিম লগ্নের।


সময় বুঝে একটু জল দেয়া

                   মুখে,

তারপর অনন্তের পথে যাত্রা!

........

কবিতা হলো?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url