Header Ads

কবিতা - নেত্র শতদলে, কবি - খগেন্দ্রনাথ অধিকারী

 



নেত্র শতদলে

খগেন্দ্রনাথ অধিকারী 


এগারো মাসের শিশু 

আমার দিদানের মুখ 

দেখলে হৃদয় খানি

মুষড়িয়ে পড়ে।

পূজোর ছুটিতে যখন 

বাপমার সাথে দূরের 

কর্মস্থলের থেকে 

এসেছিল বাড়ীতে,

তামাম আঙিনা তখন 

নিযুত শিউলিতে যেন

তারই হাসির সাথে 

গিয়েছিল মিশে।

পরিযায়ী হয়ে তারা 

আবার গিয়েছে ফিরে 

পেটের জ্বালায় হায়

আঁধার এ ঘরেতে।

আঁধার ও নামে যে এই 

ছোট্ট দিদুর মুখে,

যখন সে ভিডিও কলে,

জল আসে চোখে।

আসলে এটাই নিয়ম 

পুঁজিবাদী বিশ্বেতে

ক্ষুধার তাগিদে মানুষ 

যায় দেশান্তরে।

অনেক পৌত্রীই

এমনই ম্লান থাকে,

নির্বাক দৃষ্টিতে 

পিতামহ দেখে।

জীবনের অস্তাচলে 

দাঁড়িয়ে তাই তো আজ

নেমেছি চাণক্যের পণে

পুঁজি-নন্দ বংশ ধ্বংস 

কোরবোই কোরবোই ঠিক 

বিতানকে হারিয়ে দিতে 

কূজনে দিদান পাখির,

নেত্র শতদলে।

No comments

Powered by Blogger.