কবিতা - অন্তরাগ, কবি - বাবুর আলি
অন্তরাগ
বাবুর আলি
দিনের শুরুতে ছিল খুশি মন প্রাণ
মিঠে রোদ জানলায় মৃয়মান।
কুয়াশা বা মেঘের আবরণ মুখে
শিশির টলমল তৃণ গালিচার বুকে।
কেউ আসবে আজ খুশি ভরা মন
সযতনে ঝেড়ে মুছে পরিচ্ছন্ন প্রাঙ্গণ।
বাজার করে আনা হলো পঞ্চ ব্যঞ্জন
কেউ আসবে বলে এত আয়োজন।
একটা সময় ছিল স্বপ্নময় অতীব
অল্প হলেও তা মাধুরী মিশ্রিত।
সেই সুখানুভূতি নিয়ে করি ঘর -বার
পথ পানে তাকাই বারবার।
এলো হাসিমুখ নিয়ে উপেক্ষার ছলে
অতি চতুরতা'য় একবার তাকাল
অবজ্ঞায়, যেন কখনো দেখিনি আমায়।
অপেক্ষায় আমি ব্যথিত হৃদয়।
অজান্তে বিদায় নিল কখন জানিনা
কিছু বলার ছিল না, তাও মানে না।
বাতাসকে বলে গেল" আমি এসেছিলাম,
না ফিরেও হৃদয় চক্ষু মেলে রেখেছিলাম"
No comments