Header Ads

কবিতা -এক পলক সুপ্রীতি বিশ্বাস, কবি - হালদার ( ভারত )

 


এক পলক

সুপ্রীতি বিশ্বাস হালদার ( ভারত ) 


কম্পনেই হয় ভ্রুণের সঞ্চার

 উথাল পাথাল গর্জে ওঠা      

   পাহাড় ভাঙে এক পলকে।


এক ডুবেতে প্রবাল তুলে

 অতল সাগর ঘুমিয়ে পড়ে

   পটল চেরা ঝিনুক চোখে।


স্বপ্ন দেখা হয় যে শুরু ---

উষ্ণ বুকের উষ্ণ ছোঁয়ায়,

শিমুল ভেজে দাঁড়িয়ে তখন

নিটোল বুকে জল যে চুয়ায়।


হিমাঙ্ক দ্রোণাচার্যের রথ চালায় ঝলকে,

সব কথা শেষ হয় শুধু একটি পলকে।


কবি পরিচিতি:

সুপ্রীতি বিশ্বাস হালদার ( Supriti Biswas Haldar ) 

নদীয়া, পশ্চিমবঙ্গ, ভারত। স্নাতক ও খাদ্যের উপরে ডিপ্লোমা। রাজ্য সরকারি ভুক্ত লোকগীতি শিল্পী ও কবি। 


No comments

Powered by Blogger.