একগুচ্ছ কবিতা ও ছড়া - ড. মনোরঞ্জন দাস (ভারত)
গ্রামীণ
ড. মনোরঞ্জন দাস
যাবে বোলে তো যাওয়া হলো না গ্রামে,
তবু প্রত্যাশা, হৃদয় নদীর কূলে কূলে।
কাব্যকথায় কারা গান গায় সুমধুর কন্ঠে,
প্রবাহের গভীরতা থেকেই সমূহ চালচিত্র ।
চলো সম্মোহনের ঘরে সিধ কাটি এবার,
চলো প্রত্যয়ে পার্বণ বিলোবে একাদিক্রমে ।
হৃদয়কূলে ছলাৎ ছলাৎ শব্দবাহার আমার,
তোমারও তো অনুভবে সমতল সকাল বেশ!
অন্তরের সার্বিক রঙে , কার বিচরণ , জানি না,
একবার না হয় গ্রামীণ মাহাত্ম্যে আর্দ্র হবো!!
রোমন্থন
ড. মনোরঞ্জন দাস
রোমন্থন রমনীয় বড়, এই জীবনতীর্থে।
চর্চায় ফেলে আসা পথ, সেইই পাথেয়।
কথায় বহমান বিস্তার আজও দংশনে আছে ।
রোমন্থন রোদ্দুরময়ে রঙীন হবে কি আবার!
হে প্রেম, চলো বিলাসে যাই।
হে প্রেম, চলো গতিতে যাই,
গত্যন্তরে নয়।
ছড়া
মৌরি
ড. মনোরঞ্জন দাস
মুখশুদ্ধি হলো মৌরি
আহা! বেশ বেশ!
পাণের উপকরণ এ
জেনো হে পরেশ।।
নিয়মিত খেলে মৌরি,
মুখে রুচি আসে,
মৌরি খাও, খাও মৌরি,
খাও প্রিয়শ্বাসে ।।
মৌরি-শাকে জেনো তুমি
মন ভালো রাখে,
কোষ্ঠবদ্ধতা কমে এতে,
চোখ ভালো থাকে।।
রক্তশুদ্ধি করে মৌরি,
শুক্র বৃদ্ধি করে,
ব্যথাও করে যে দূর
বলছি যে জোরে।।
বমিভাব দূর হয়
মৌরি যদি খাও,
কথাগুলো বলছি হে
মনে গেঁথে নাও।।
No comments