কবিতা - অনাগ্রসরতা, কবি - মোঃ ইজাজ আহামেদ (Md Ejaj Ahamed)
অনাগ্রসরতা
মোঃ ইজাজ আহামেদ
সুন্দরী হয়েই জন্মেছিলে এই ভুবনে;
যুগ যুগ ধরে হয়েছো পদদলিত, লাঞ্ছিত;
অপমানিত হয়েও জগৎকে করেছো আলোকিত,
বঞ্চিত হয়েও এগিয়ে চলেছো সামনে
যদিও স্বার্থান্বেষীরা চেষ্টা করে তোমায় প্রতিরোধ করতে।
তাইতো জন্ম দিয়েছো শত শত অভিমন্যু ও জ্যোতিষ্কমান্য;
তাদের কর্মেই ধরণী হয়েছে স্বনামধন্য।
বিপ্লব করে চলেছ তুমি ঝাঁসীর রাণী হয়ে;
আমার বিশ্বাস তুমি একদিন জিতবে।
No comments