Header Ads

কবিতা - গলিত স্বপ্ন পুরুষ, কবি - রাধে শ্যাম বিশ্বাস

 



     গলিত স্বপ্ন পুরুষ 

    রাধে শ্যাম বিশ্বাস 


 আলোক প্রাপ্তির বহু দূরে-

এক ধরনের নিরিবিচ্ছিন্ন ভীতিতরঙ্গ

হাহাকার থেকে ঠোঁট টেপা এক নৈঃশব্দ্য,

আগুনে হাত রেখে খোঁজা জন্ম দাগ,

বিপুল অন্ধকার পাঁজরে নিয়ে-

আলো খোঁজে এক নিষ্কম্প দীপ,

অনিবার্য্য ঘুম ও জাগরন-

অনুভবের প্রক্রিয়ায় বার বার এসে 

পাশে দাঁড়ায়।

এক ফালি জ্যোৎস্মা,

পাতার মতো ঝরে পড়ে উদাসি হাওয়ায়,

ছায়ার শরীরে বিনিদ্র অন্ত্যমিল,

বুড়ি হয়ে যাওয়া চাঁদ বেনো জলে যায় ভেসে,

অপেক্ষা, আবার ভাসবে চরাচর,

জোছনা মোছা রাতে শিশিরে ধানের দুধে,

ভিজে ভিজে হাওয়ায় শরীর স্বপ্নময়,

গলিত হতে হতে, হয়ে উঠি স্বপ্নপুরুষ।

             

No comments

Powered by Blogger.