কবিতা - মধুর কূজনে, কবি- খগেন্দ্রনাথ অধিকারী
মধুর কূজনে
খগেন্দ্রনাথ অধিকারী
কি গ্রাস গিলেছ পেটে
আমিষ না নিরামিষ
শুয়োর না গরুর জিভ
কিম্বা আম না লিচু
সে হিসেব পরে ।
আমার বিচারে আগে
দানব না মানব তুমি
পুতনা না তাড়কা বেটি
সেটাই আসল কথা
আর সব পরে ।
হারাম হালাল তত্ত্ব
শুদ্ধ অশুদ্ধ খাদ্য ,
কূটকচালি ছাড়ো
এগিয়ে সম্মুখে বাঁচাও
বিপন্ন মানুষকে ।
এসব চুলকানি কিন্তু
পাখিদের মাঝে নেই
ভরায় পুষ্প বিতান
মানবজাতির কান
মধুর কূজনে ।
No comments