কবিতা - এ্যালবাম, কবি - সুনীল গায়েন
এ্যালবাম
সুনীল গায়েন
এই কাকভোর
ভরাট শূন্যতা নিয়ে জাতীয় সড়কে একা
দুটি বায়স ডেকে চলেছে একটানা
কি দেবে মেয়েটি কিছুই তো নেই
রাতভর জরায়ুতে ডাসের মিছিল
কি আশ্চর্য্য ফ্রক একটুও ময়লা হয়নি
ওরে বোকা মেয়ে এখনো দাঁড়িয়ে আছিস
যা ছুঁয়ে দে মহাকাব্য সতী হয়ে যাবি
এখানে তর্জনীর মহিমায় সর্বস্ব হরণ
ধৃতরাষ্ট্রের অন্ধ প্রেমে দূর্যোধন যেমন
ভাবছিল কেউ জানলো না এমন প্রসারিত পতন
না রে এ সবই তো রাজতন্ত্রের পার্বন
গান্ধারীর পট্টি বাঁধা চোখ
আদতে আসন্ন মৃত্যুর অধিবাস সেহেতু
লক্ষ্যভেদ আর কুমারীর হাতে মৃত্যু রেখা পারস্পরিক
এরপর আরজিকর হয়ে পড়ে থাকবি বিচারের প্রহসনের।
বরং কন্ঠ মিশিয়ে দে ওদের শ্লোগানে
No comments