কবিত - এভাবেই সমকাল, কবি - সুনীল গায়েন

 



এভাবেই সমকাল 

 সুনীল গায়েন


যদি শুনতে পাও 

এখনি পাশবিক শিল্প থামিয়ে দাও 

কে সারাবে ওদের এ রোগ

কে বহিবে এত শোক

রোকেয়া নিবেদিতা টেরেসা 

কেউ তো নেই 

পুরো দেশ ভরে উঠছে জঞ্জালে 

এমন সাফাই কর্মী কে

গুটি কতক সনাতনে গুটি কতক কোরানে 

ছড়িয়ে ছিটিয়ে কেউ নেই মাঝখানে 

বিশ্বাস পাল তুলেছে সেই কবে 

যবে পড়শীতে পড়শীতে ভাগ হয়েছে উঠান

বেড়ার এপার ওপার খানখান হয়েছে সঞ্জানে

অর্ধেক মানুষের মতো 

বাকিটা মিশে আছে কাপালিক চরিত্রে 

হ্যামলেট জানে এতো হত্যার আড়ালে কে

ফলে খুব দ্রুত ফিরতে চাইছে অতীতে 

সভ্যতা যদি গন্তব্যস্থল 

কোন সৃষ্টির তাগিদে লাশকাটা ঘরে প্রিয়জন

আয়ূর শিয়রে দাঁড়ায় বিভাজন 

থ্যাতলানো জন্মদ্বার মাদার তলায় তথাপি 

ফিতেকাটা উৎসব সবোলা মেলায় 

রুক্ষ সময়ের এই দ্বিচারিতায় 

স্বেচ্ছা মৃত্যু যখন বেছে নেয় বেয়াদব জীবন 

অত কিছু বোঝে না শববাহী শকট

No comments

Powered by Blogger.