Header Ads

কবিতা - লাখো ঢেউ নাচে, কবি- খগেন্দ্রনাথ অধিকারী (প্রাক্তন অধ্যক্ষ)

 


লাখো ঢেউ নাচে

খগেন্দ্রনাথ অধিকারী 


যুদ্ধবিমানে আজ

ঢেকেছে আকাশখানি

মধ্যাহ্নে নিকষ আঁধার,

বিকট শব্দে তাদের

ঝালাপালা কান।

হারেনি শিশুর হাসি 

কিশলয়-দোলানি

ফুলের সৌরভ তবু,

গাজার প্রান্তরে তাজা 

প্রাণের স্পন্দন ।

ইতিহাসে চিরকাল 

পৃথিবী ভেজায় রক্তে

রণোন্মাদ দানবেরা

বানিয়ে লাশের পাহাড়

শান্তির খুনে।

শেষকথা কয়ে থাকে 

বিহঙ্গ কূজন শাখে 

ডুবিয়ে বোমারুর শব্দ 

সাগরের অতল জলে 

লাখো ঢেউ নাচে ।

No comments

Powered by Blogger.