কবিতা - চাঁদনী নীতিমালা, কবি - গোলাম রসুল

 


চাঁদনী নীতিমালা

গোলাম রসুল


আমি বিদ্যুৎ আর বজ্রপাতের কথক 

আমি বিচারের আদিম পুত্র


আমার কাঁধে এসে বসলো এক প্রজাপতি কফিন


ওটা একটা সংখ্যালঘু লাশ 

মাঝরাতে ওর হৃদয় সার্চ করা হলো


ওর যকৃত থেকে বেরিয়ে এলো আকাশহীন মানচিত্র 

ও মেদবহুল দখলকার ছিলো আর ভক্ষণ করত কমলালেবুর মাংস

হত্যার সময়ে ওর দেহে কোনো জমি ছিলো না


মানুষের মতো দেখতে

রক্ত মাংস শ্বেত চামড়া সব ছিলো 

কিন্তু ছিলো না এক জাদুর সাদা সুতো

তাই তার হত্যার প্রতিবাদ হয়নি

দেখেনি কোনো ইস্পাতের পা ঝরনা

মেঘের ঝালর


রিরংসাঘন শহর


সারি সারি ক্যারাভানের শেষে শেষ অপেক্ষাটির মতো প্রত্যাখ্যান আর চাঁদনী নীতিমালা


সে এসেছিলো হয় অনেক ওপর থেকে কোঁকড়ানো ঘোড়ার পায়ের মতো

নয়তো এত পাতাল থেকে ঘাটে ঘাটে ছিলো কুমিরের অবরোধ


এ দুনিয়ায়

ওর নাম সংখ্যালঘু 

দরবেশের ঝোলার ভেতরে ছেঁড়া জামাকাপড়ের মতো ওর স্বদেশ


 

দূর ট্রেনের চলমান শতাব্দী

পৃথিবীর কামানের মধ্যে ভাত রান্না করছে ইতিহাসের রমণী


তার মুখের মধ্যে খোঁড়া হচ্ছে তার কবর

আর মাথার খুলি হয়ে উঠছে দূর ধবস্ত মিলন কাতর এক মফস্বল

 

           

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url