Header Ads

কবিতা - নারীর মধ‍্যরাত, কবি- সোনালী মীর

 


নারীর মধ‍্যরাত
সোনালী মীর

চাঁদের কাস্তে ধরা হাত
আহা চাঁদটা কেন  মিষ্টি এত
এটা হোক আমাদেরও রাত।
আমরা যারা  নামলে আঁধার
ভয়ে থরথর কাঁপি
চাঁদটা দেখাক নির্ভয় পথ
খুলুক সমতা ঝাঁপি;
সমতা মানে তো দেহবল নয়
নয় পোশাকের খেলা
সমতা হোক নারী - পুরুষের
নীতি নিয়মের বেলা।
তোমরা মাখো রাতের হাওয়া
মুঠোখোলা দুই হাত
নির্ভয়া কাঁদে, আমাদেরও হোক
স্বাধীন মধ‍্যরাত।

No comments

Powered by Blogger.