Header Ads

কবিতা - বন্ধু সুজন, কবি - সোনালী মীর

 

বন্ধু সুজন 

সোনালী মীর


তোমার অনেক বন্ধু আছে মোড়ের মাথায় আড্ডা দেবার

এক সিগরেট ঘুরিয়ে খাবার

গড়ের মাঠে নদীর ঘাটে ক্রিকেট ও রাজনীতি নিয়ে ডিবেট করার

ছুটিছাটায় পাহাড় যাবার

তোমার সেসব বন্ধুগুলো জন্মদিনে সারপ্রাইজ দেয়

অসুখ হলে সঙ্গ দেয়

বৌ ভোলানোর মন্ত্র শেখায় 

তোমার ছেলের টিউটরের খোঁজও তো দেয় ওরাই 

অভাব হলে ধার দেয়

দুঃখ হলে প্রবোধ দেয়

অনেক রাতের পার্টি শেষে বাড়ির দোরে পৌঁছে দেয়

অফিস থেকে ঘরে ফিরেই তাইতো তোমায় ছুটতে হয়-

চায়ের দোকান মোড়ের মাথায়,

সন্ধ‍ে তোমার ভালোই জমে অনেকগুলো বন্ধু থাকায়।


আমার আছে হাতে গোনা একটিমাত্র বন্ধু কেবল

যে আমাকে ভাত রেঁধে দেয়

আমার ফেরার পথটি চেয়ে বসে থাকে যে অপেক্ষায়

আমার কানও সজাগ থাকে কখন ছুটির ঘন্টা পড়ে

ট্রেনটা লেট, ইচ্ছে করে বাড়ি ফিরি এক দৌড়ে;

সন্ধ‍েবেলা দুজন বসি মুখোমুখি চায়ের কাপে

সারাদিনের হাজার কথা দুজন শোনাই দুজনাকে।

ঝগড়াও হয় কথায় কথায়

একটা গোলাপ, একটু হাসি,তাতেই তেনার মন গলে যায়।

আছে আর এক হাফফ্রেন্ড,দস‍্যিছানা বাবলু সোনা

দুজন মিলে সামলাতে তাকে বেরিয়ে যায় পরানখানা।

গেলছুটিয় তিনজনে মিলে এই তো এবার পাহাড় গেলাম

ফিরে এসেই ধরল জ্বরে,কম দিন ভাই কষ্ট পেলাম!

বন্ধু তখন দশভুজা,একাই সব সামলে নিল

রাতের পরে রাতটি জেগে নাছোড়বান্দা জ্বর ভাগাল।

 মেডিকেলের শেষে আজ এই তো প্রথম এলাম কাজে,

কিন্তু তুমি একলা কেন, বন্ধু দেরকে দেখছি না যে?

ট্রান্সফার কি সবাই পেল, ওওও,কিছুজন ভোটের সময়-

পিছলে গেছে অন‍্য দলে?ভোট জিনিসটাই এমনই ভাই

কথায় কথায় পার্টি বদল,কখন আপন কখন যে পর,

আচ্ছা এখন আসছি

 তবে,শুনতে পাচ্ছ ট্রেনের খবর!?


No comments

Powered by Blogger.