Header Ads

কবিতা - কবন্ধ, কবি - বাবুর আলি

 


কবন্ধ

বাবুর আলি


ক্লান্তি পাশে জড়িত চেতনা 

উৎসাহ হীনতা মহা বিড়ম্বনা,

মরছে সাথীরা, বাড়ছে বয়েস আলস্যে 

টিকে থাকার নিষ্ক্রিয়তায় হীন মনা।


ভেসে থাকার মানে পাই না খুঁজে 

মরতেও চাই না ,তাই মরি যুঝে।

সবাই বাঁচতে চায়, আমিও চাই 

বাঁচার দাবিতে নিয়ত লড়াই। 


মানুষ মানুষের ঘাতক হিংস্র তম 

লালসার আফিম আসক্ত হরদম।

দাঁতে ক্ষতবিক্ষত নর নারী 

রাজশ্রী নিঠুর হত্যাকারী। 


হত্যা, সাম্প্রদায়িকতা রঙে মোড়া

ছিন্ন অঙ্গ কবন্ধ মহাযুদ্ধের ঘোড়া। 

প্রতিবাদী সৈনিক শাহাদাত পায় দৈনিক, 

মরণ বরণ তার, সংগ্রামী সৈনিক।


উৎসাহ হাততালি, অধমে দেয় গালাগালি 

খবরের কারবারি চাতুরতায় ঘন্টা জমায়, 

নতুন হুজুক খোঁজে পুরাতন চাপা পড়ে যায়।

জলোচ্ছ্বাস, বানভাসি, শারদীয়া বাংলার আঙিনায় 

অভয়ার, তিলোত্তমার বিচার কোথায়?

No comments

Powered by Blogger.