Header Ads

কবিতা - গ্ৰাস, কবি - সৌমেন্দ্র দত্ত‌‌‌ ভৌমিক

 


গ্ৰাস

সৌমেন্দ্র দত্ত‌‌‌ ভৌমিক 


যাবার সময়ে টানলে তুমি সুতো 

            ছড়িয়ে অমা-নিশা 

কোথায় রাখব হাত, কোথায় রাখি পা

            কোথায় আমার দিশা?

এমন স্রোতে হারিয়ে গেছে নদী 

ঢেউয়ের বাঁধন খেলা,

হার মানে হার সুখীর বেশে 

                  প্রবলতর শ্বাস,

এমন দিনে জয়ীর শয়ন স্বপনখানি 

রাঙিয়ে দিল রাত 

যাবার কথা যাবার সময়ে 

               ছড়ায় গোলাপ-বাস।

সুতোর গুণে পথটা হলে রসিক 

পাথর ভারী সরলো তাড়াতাড়ি।

ওলট-পালট দিক বদলে 

               হাঁটতে ভালবাসি 

অন্য সাগর উপছে দিল মন 

               হাসছে করালগ্ৰাসী।


No comments

Powered by Blogger.