কবিতা - এখনও মনে হলে তোমায়, কবি - কামরুন নেসা লাভলী (বাংলাদেশ)
এখনও মনে হলে তোমায়
কামরুন নেসা লাভলী
এখনও মনে হলে তোমায়
এলোমেলো হয়ে যায় সব
পড়ে যায় হাতের গ্লাস
ফুল তুলতে গেলে
কাঁটায় জড়ায় হাত ।
এখন ও মনে হলে তোমায়
ফিরে যাই অরণ্যে সবুজের মায়ায়
সমুদ্রের তট সীমা রেখা করি অতিক্রম
এখন ও মনে হলে তোমায়
উড়ে যাই বলাকার ডানায়
আকাশ নীড়ে
সীমাহীন ফসলের গন্ধ নেই
বুক ভরে ।
এখন ও মনে হলে তোমায়
ঝেড়ে ফেলি বিক্ষুব্ধ মনের চঞ্চলতা
ভুলে যাই অতীতের স্মৃতি ব্যাথা
এখন ও মনে হলে তোমায়
সব কিছু ফেলে বসে থাকি
তোমারি ধ্যানে নিমগ্ন একাকী ।।
No comments