কবিতা - কর্মফল, কবি - হান্নান বিশ্বাস

 


  'কর্মফল'

হান্নান বিশ্বাস 


ঘুম ভাঙলেই ......

নিজেকে রোজ মাপতে থাকি 

মনের তুলাযন্ত্রে 


'প্রেম' আর 'আবেগ' এর ভারে

ডান পাল্লা নুইয়ে পড়লেই 

'বিরহ-বেদনা' 

বাম পাল্লায় চাপাতে হয় 


'দুঃখ-যন্ত্রনা' বামে রাখলেই 

এক পৃথিবী শূণ্যতায় 

দণ্ডের সাম্যতা ফেরানোর 

চেষ্টা করি মাত্র 


আঘাতের 'ক্ষত' গুলোতে 

ছোট ছোট প্রাপ্তির প্রলেপ দিলে 

পাল্লাদ্বয় ওঠানামা করে 


'কষ্টগুলো' ঝাট দিয়ে 

গোছানোর চেষ্টা করলে ভুল গুলো 

দাঁত খিঁচিয়ে তেড়ে আসে 


'কর্তব্যরা' মেঘের মতো 

জমতে থাকলে

'দ্বায়িত্ব' গুলো ঝড়ের গতিতে 

ধেঁয়ে আসে 


সময়ের সাথে সরল অনুপাতে

বাড়ে 'চাহিদা'র বহর

হাল ছাড়লেই.......

'কর্মফল' অভিশাপের তাপে 

গলে বেরিয়ে যায়



No comments

Powered by Blogger.