Header Ads

কবিতা - শরৎ ময়ূরী, কবি - ফারুক প্রধান (বাংলাদেশ)

 


শরৎ ময়ূরী
ফারুক প্রধান
বাংলাদেশ

আকাশ যেন ময়ূর ডানায়
নানান রঙেয়ের খেলায়
মেঘের বাড়ি কোথায়
সাত রঙা নাও সাজায়।

রংধনুটা রঙ ছড়িয়ে
আকাশটা দাও রাঙিয়ে
কোন দেশেতে যাও
কিশের ভাবনা ভাবাও।

শিশুর মনে শরৎ ময়ূরী
কোথায় উড়ে যাও
আকাশ সাজে নীলাম্বরী
মেঘের ভেলা সাজাও।

নদীর ধারে কাশ দিয়াড়ি
ধবল মেঘের বাড়ি
দলবেঁধে যায় পাখি
হাওয়ায় ডাকাডাকি।

সাঁতার কেটে সব শিশুরা
এপার ওপার হয়
শিউলি ফুলের মালা পড়ে
গাপুস গুপুস ময়।


পরিচিতি : সব্যসাচী লেখক ফারুক প্রধান ১৯৮০ দশক থেকে কবিতা ও ছড়া লিখে আসছেন। তাঁর লেখা কাব্যগ্রন্থ জেগে উঠি নিঃসঙ্গতায়, ভালোবাসা রেডিমেট, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধুর জন্য কবিতা। নাটকের বই মুক্তিযুদ্ধের পথনাটক, উপন্যাস স্বপ্নে দেখা রাজ পুত্তর, গানের অ্যালবাম মনের টেলিফোন, কবিতার অ্যালবাম, ভালবাসা বায়না হবে। স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র স্বপ্নঘোর নির্মাণ করেন।

No comments

Powered by Blogger.