কবিতা - আমি নিয়ে যাবো তোমায়, কলমে - মোঃ ইজাজ আহামেদ (Md Ejaj Ahamed)

 


আমি নিয়ে যাবো তোমায়

মোঃ ইজাজ আহামেদ 


শরতে আকাশের নীল সাগরে 

ভেসে বেড়ায় শুভ্র মেঘের ভেলা, 

নদীর তীরে শুভ্র কাশের মেলা,

হাওয়ায় দোলে কাশফুল রেল লাইনের ধারে, 

উঁকি মারে পথেরও ধারে; 

মাঝি নৌকায় ভেসে ভাটিয়ালি গান গায়; 

ট্রেনে, গাড়িতে অনেকে জানালার ধারে বসে 

মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে

নীল-সাদার নীচে কাশের মেলায়।


 আমি ঘোরাবো তোমায় নদীর তীরে কাশের মেলায়; 

স্রোতে খেয়ায় ভেসে নিয়ে যাবো তোমায় 

মাঝির ভাটিয়ালি গান শুনে শুনে কাশের ইশারায়।


আমি নিয়ে যাবো তোমায় কাশের মেলায় 

রেল লাইনের কাছে হাতে হাত রেখে, 

সেথায় থাকবো পাশাপাশি দুজনায়; 

ট্রেন কালো ধোঁয়া ছাড়তে ছাড়তে ছুটতে থাকবে, 

অপু-দুর্গার মতো কাশফুলের বনে দাঁড়িয়ে 

আমরা থাকবো তাকিয়ে। 


একদিন ট্রেনে করে নিয়ে যাবো তোমায়, 

জানালার পাশে বসে উঁকি মেরে থাকবো দুজনায়; 

কল্পনায় সাদা মেঘের ভেলায় চড়ে 

শরতের সৌন্দর্য উপভোগ করতে করতে 

পাড়ি দেব আকাশের নীল-নীলিমায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url