কবিতা - একবিংশ শতাব্দী, কলমে - মোঃ ইজাজ আহামেদ (Md Ejaj Ahamed)

 


একবিংশ শতাব্দী

মোঃ ইজাজ আহামেদ 


একবিংশের বিজ্ঞান ও প্রযুক্তির যুগে

আমরা পৌঁছেছি সভ্যতার উন্নতির চরম শিখরে

তবু ঘটনা সাম্প্রদায়িকতার, শিশুদের উপর অত্যাচার,

নারীদের উপর অত্যাচার,

নৃশংস ধর্ষণ ঘটে চলেছে অহরহ

যেন হার মেনেছে এই যুগের কাছে আদিম যুগও।


সৃষ্টির পর থেকে সভ্যতার চাকা টানতে

সমান অবদান রেখেছে নারী এই পৃথিবীতে;

যে নারী কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী হয়ে

নিঃস্বার্থভাবে মানবজাতির সেবা করে চলেছে,

মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রেখেছে,

তাদের অবদানে এই ভুবন সুন্দর হয়ে উঠেছে

অথচ তারাই আজ নিরাপত্তাহীনতায় সর্বদাই ভুগছে

তাদের জঠরে জন্ম নেওয়া পুরুষ জাতির কিছু নর পশুদের ভয়ে;

তাদের দয়ায় মায়ায় বেড়ে উঠা কুলাঙ্গারদের অত্যাচারে

অকালে দুই চোখে দুঃখের নোনা জল নিয়ে

সুখের মায়ার সংসার ত্যাগ করতে হচ্ছে তাদেরকে।


এই যুগ যেন যন্ত্র মানবের-

সহানুভূতি নেই, অনুভূতি নেই,

মানবিকতা নেই, নেই বোধ শাশ্বত জ্ঞানের,

নেই হাত সাহায্যের, নেই বোধ আদর্শের;

এই যুগ যেন আধিপত্যের, এই যুগ যেন স্বার্থের।












Next Post Previous Post
2 Comments
  • Ridendick Mitro / ঋদেনদিক মিত্রো
    Ridendick Mitro / ঋদেনদিক মিত্রো 17 August 2024 at 16:04

    একবিংশ শতাব্দী --- কবিতায় মোঃ ইজাজ আহামেদ এই শতাব্দীর প্রেক্ষাপটে জীবন যন্ত্রণার দিকগুলিকে নিয়ে এগুতে-এগুতে শেষের স্তবকে কবিতাটিকে সমীহ প্রতিবাদে মর্মস্পর্শী করে রেখেদিলেন।

    এ যুগ যেন যন্ত্র মানবের,
    সহানুভূতি নেই, অনুভূতি নেই,
    মানবিকতা নেই, নেই বোধ শ্বাশ্বত জ্ঞানের,
    নেই হাত সাহায্যের, নেই বোধ আদর্শের,
    এই যুগ যেন আধিপত্যের, এই যুগ যেন স্বার্থের।

  • Anonymous
    Anonymous 19 August 2024 at 15:11

    অতি বাস্তব!!

Add Comment
comment url