কবিতা - এই স্বাধীনতার দিনে, কবি - আনোয়ার হোসেন সিদ্দিকী

 


এই স্বাধীনতার দিনে 

আনোয়ার হোসেন সিদ্দিকী


এই স্বাধীনতার দিনে

 হরিষে বিষাদ আসে পরানে 

তোমরা রক্তদান করে

 নিঃস্বার্থ ত্যাগী মননে। 

স্বাধীন করে পতাকা করেছ উড্ডীন

খুশির আমেজে জপিছে দিন। 

তবে কেন অত্যাচার অবিচার অনাচার বষর্ণ 

একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 

অন্যদিকে আর.জি.কর হাসপাতালে 

রমনীয়তা নাশ করি রক্তধাবার ফিনকি ছুটায়ে

 দেশ হয়ে গেছে সর্বনাশের পীঠস্থান। 

এই স্বাধীনতার দিনে বিচারপ্রার্থী দেশবাসী 

কলঙ্কের কালিমা কি মেটানো যায়? 

একি সাধে 

আমাদের সাথে 

অশরীরী কবি যেন 'নীরবে নিভৃতে কাঁদে'।


No comments

Powered by Blogger.