কবি অরিন্দম চট্টোপাধ্যায়ের দু'টি কবিতা

 


ছাতিম গাছ
অরিন্দম চট্টোপাধ্যায়


বৃষ্টি রাতের মত ঝরে পড়ে ছাতিম সন্ধ্যা
আকাশ থেকে সরে যায় ভাদ্র মেঘ
বিষন্ন নদীর মতো অভিমানী হয়ে
সমুদ্রঢেউ হয়ে উড়ে যায়...


ক্রমশ  শিশির পতনের শব্দ
হিমেল হাওয়া অনুভূতিতে অনুভূতিতে
ম্রিয়মান রৌদ্ররঙ গড়িয়ে গড়িয়ে
দূরতম প্রান্ত ছুঁয়ে ছুঁয়ে চলে যায়...

পথ জুড়ে  ছড়ানো  ছাতিম সকাল
কী এক মাদকতায় ভরা বাতাস
চারিদিকে আগমনী সুর
আনন্দরাগে গেয়ে ওঠে ভূমি
আর বর্ণালী রঙে সাজে
এই  আধো নগরপথ...


©® অরিন্দম চট্টোপাধ্যায়, 
বেহালা, কলকাতা -৭০০০৬০,




চন্দনবিন্দুর বিস্মৃতি
অরিন্দম চট্টোপাধ্যায়


খুঁজে বেরিয়েছি গন্ধ চন্দন বন জুড়ে
কিছুই তো পাই নি-
অথচ দেখ
ফোটা ফোটা চন্দনবিন্দুর ভেতর
কতটা সুগন্ধ ছড়িয়ে যায়।

একটা ফটোফ্রেমে প্রিয়জন
কাঁচের গায়ে বিন্দু বিন্দু চন্দন
অনেকটা আলোর মতন-
বল কতো প্রজন্ম  সাজিয়ে রাখবে?
হয়তো একটা
অথবা দুটো
তারপর
বিস্মৃতির অতলে কোথাও।

এরকমভাবে কতো প্রিয় মুখাবয়ব
টাঙানো ছিল দেওয়ালে দেওয়ালে।
আজ প্রজন্ম বদলায়
সময় বদলায়
সেই মুখাবয়বও কেমন অন্যরূপ নেয়।

তখন কিছুই আর অবশিষ্ট থাকে না
এই পৃথিবীর  ওপর
ছায়াগাছের মতো শুধু বিস্মৃতি।

©® অরিন্দম চট্টোপাধ্যায়, 
বেহালা, কলকাতা -৭০০০৬০

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url