Header Ads

কবিতা - জনপ্লাবনের ওপর দাঁড় আর পাল যুঝছে, কবি - গোলাম রসুল

 


জনপ্লাবনের ওপর দাঁড় আর পাল যুঝছে 

গোলাম রসুল


সারা মহাকাশ জুড়ে একটি বন্য অনুপ্রেরণা

আমরা তন্ন তন্ন করে খুঁজছি একটি পোষা সারস 

যেটা দেখতে বিচারের পোশাকের মতো


হাই তুলছে

চেয়ার 

টেবিল


বালিয়াড়িতে আমরা এক ফোঁটা জীবন্ত রক্ত খুঁজছি


যখন এক অসহায় নাবিক মাস্তুলে ঝুলে দোষ দিচ্ছে জল আর ভাগ্যকে

এক বাণ জেগে ওঠে

বন্যায় নামে মহাবিশৃঙ্খলা 


শহরের ভেতরে বিশাল শস্যখেত

মানুষ চাষ করছে ইতিহাস

মজুত করছে পালক 

সেই প্রতিবাদের ভেতরে

আমি দুনিয়ার এক সামান্য মানুষ মনে মনে অগনন অবয়বে কবিতা লিখছি যেটা অনন্তের সংগীতের মতন 


মধ্যরাতে যখন একলা কতগুলো দমবন্ধ গোঙানি 

আর প্রতিধ্বনি উত্তর দিচ্ছিল উপসাগর  

উপসাগরের সাপ 

লেখাগুলো তখনকার মতো ফুঁড়ে বেরুনো ভোরের সেলাই 

রাত্রির কশাঘাতে নিহত বঙ্গোপসাগর সাগর

আমি লিখছ ভোরের ভেতর থেকে বেরিয়ে আসা এক সদ্য বন 

চিরকালীন কান্নায় ভরা কলমের মুখে বর্ণমালাগুলো এক একটা বিশ্বস্ত নৌকা 

নদীর পলিমাটি

দূর গাছের শাখা 


আমরা হাঁটছি সমুদ্র আর আকাশের মিনার চত্বরে

গলিত মোম 

এই মহাসন্ধ্যায় আমাদের হাতের আলো আমাদের বিশ্বলোক 

ঝিনুক আর নক্ষত্রসহ সাগরের ঝঞ্ঝাবিক্ষুব্ধ আছড়ে পড়ছে মানুষের উপকূলে

ক্ষুধার থেকেও মারাত্মক আমাদের ক্ষারযুক্ত মুখ

আমরা কামড়ে ধরে রেখেছি আমাদের বাহু 

ছুরি ভর্তি চোখ 

আমাদের এক একটা দৃষ্টি এক একটা যুদ্ধের পেরেক 

জনপ্লাবনের ওপর দাঁড় আর পাল যুজছে 

নিশ্চয়ই খুঁজে পাবো একটি আত্মা

              --------------------------

No comments

Powered by Blogger.