কবিতা - ক্ষত, কবি - আবদুস সালাম (মুর্শিদাবাদ)

 


ক্ষত
আবদুস সালাম

অনভিপ্রেত ক্ষণ
বেপরোয়া ঝড়

লন্ডভন্ড কামনার পুঞ্জীভূত অসহায় কোলাজ
সযত্নে রাখা আছে আত্ম সমর্পণের দলিল আর দীর্ঘশ্বাসের আগুন
কুয়াশা মাখা ভোরে থেঁতলে গ্যাছে বেআব্রু প্রতিরোধ
অস্তিত্বের স্বৈরতন্ত্র বাজায় ঝুমঝুমি

ছায়াঘুমের সম্ভ্রম  রক্তাক্ত হয় পড়ন্ত রোদে
মহাকালের স্রোতে ভাসে সময়ের নৌকা 
বিধ্বস্ত বিকেলের মেঠো পথে ক্লান্ত সন্ধ্যারা মরমী- সূর্যের উল্কি আঁকে



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url