কবিতা - তুমি, কলমে - সুমিতা চৌধুরী
তুমি
সুমিতা চৌধুরী
বন্ধু তুমি খোলা আকাশ
মেঘবালিকার স্বপ্ন নিয়ে,
মেঘলা মনে শরৎ হাসে
তোমার আসার খবর পেয়ে।
কখন যেন পানসি ভেড়ে
রূপকথারই তেপান্তরে,
তোমার সাথে গল্প জুড়ে
যখন আসি অতীত ঘুরে।
অমাবস্যার নিকষ কালোও
দূর হয় তোমার আলোয়,
ঝড়ের রাতে তুমি যখন
ভালোবাসার প্রদীপ জ্বালো।
মন নদীতে উজান-ভাঁটা
যতোই আসুক সময় ফেরে,
মন ঋতুর এই বসন্তটা
জিইয়ে রাখবো তোমায় ঘিরে।
বন্ধু তুমি স্মরণ রেখো
নিদাঘ দিনের রৌদ্রতাপে,
শান্তি সুধায় ভরিয়ে দেব
বন্ধুত্বের নিম্নচাপে।
পরিচিতি- লেখিকা সুমিতা চৌধুরীর জন্ম ১৯৭৩-এর ১লা মে, পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সালকিয়ায়। বর্তমান নিবাস, হাওড়ার লিলুয়ায়। পিতা শ্রী সলিল চ্যাটার্জি ও মাতা শ্রীমতি অরুণা চ্যাটার্জির জ্যেষ্ঠ সন্তান তিনি। ছোটবেলা থেকেই বাবা, জেঠুদের দেখেই লেখার প্রতি অনুরাগ জন্মায়। তাঁদের উৎসাহ ও অনুপ্রেরণাতেই লেখায় হাতেখড়ি সেই ছোটবেলাতেই। পরবর্তীতে স্বামী প্রয়াত শ্রী বুলবুল চৌধুরীর সান্নিধ্যে ও অনুপ্রেরণায় সাহিত্য জগতে প্রবেশ। অধুনা বিভিন্ন সাহিত্য পত্রিকায় ওনার লেখা নিয়মিত প্রকাশিত হয়। ইতিমধ্যে তাঁর দুটি একক কাব্যগ্রন্থ "রৌদ্র-ছায়া"ও "মন ঘরের রোদ-বৃষ্টি" এবং অতি সম্প্রতি "যাপনের রামধনু" নামক একটি গল্পগ্রন্থ সগৌরবে প্রকাশিত হয়েছে।
তাঁর ঝুলিতে রয়েছে দুটি সাহিত্য পত্রিকার "সাহিত্য রত্ন সম্মান", পশ্চিমবঙ্গ সাহিত্য সংসদের পক্ষ থেকে রবীন্দ্র স্মৃতি স্মারক সম্মান, এছাড়াও বহু ছোট বড় সম্মাননা।এই সকল সম্মাননা এবং অতি সম্প্রতি "অন্বেষা"র পক্ষ থেকে "A Lit" সম্মাননা, তাঁর লেখিকা জীবনকে সতত সমৃদ্ধ করেছে।

