কবিতা - পৃথিবী আর চন্দ্র সূর্য গ্রহ একটি যুদ্ধের নাম, কবি - গোলাম রসুল
পৃথিবী আর চন্দ্র সূর্য গ্রহ একটি যুদ্ধের নাম
গোলাম রসুল
আমি যেতে চাই
আর যাবো চাঁদের দিক দিয়ে
সূর্যের দিক দিয়ে
আমি যেতে চাই অসীম আকাশের নক্ষত্রদের দিক দিয়ে
যেতে যেতে দূর মৃত্যুর মাইলফলকগুলোয় চুমু খাবো
আমার অশ্রুর জলবাহক নেই
আগুনের ভেতর দিয়ে বয়ে নিয়ে যাব অশ্রু আর জলের লাইন
রোদ্রের ভেতর দিয়ে ছায়াপথকে টেনে নিয়ে যাবো
আমি আমার সেই সব সন্তানদের কাছে যেতে চাই
যারা শিশিরবিহীন মরেও জীবন্ত
আর তাদের কফিনগুলো বহন করছে মিনারের পায়রারা
যারা মরার পরেও কথা বলছে আর কথারা টেনে নিয়ে আসছে ইতিহাস লেখার কাগজ
তারা গিলে নিয়েছে বন্দুকের নল
তারা বোমার মধ্যে ঢুকেও লোহার ছত্রাকের মতো জীবিত
আমি কখনো বিশ্বাস করি না মৃত্যু
কারণ মানুষ সূর্য
মানুষ চন্দ্র
মানুষ নক্ষত্র
মানুষ রাষ্ট্র খায় না
মানুষ ইশ্বর খায় না
আমি ক্ষুধার্ত
গিলে খাবো সভ্যতা
আমি প্রাগৈতিহাসিক
আমি লক্ষ লক্ষ রঙের অক্ষরের একটি কবিতা
লক্ষ লক্ষ মুষ্টিবদ্ধ হাত আমার কবিতার বই
শহীদদের কবর আমার মহাদেশ
যদি ফ্যাসিস্টরা আমাকে মেরে ফেলে আমার কবর রুখে দাঁড়াবে
আমি যেতে চাই আকাশের নিপীড়িত জাতিগুলোর মধ্যে
কারণ আমার একটি হৃদয় রয়েছে
আমার হৃদয় গাছ হয়ে ফল হয়ে বায়ু হয়ে পৃথিবীর সব মজুত অস্ত্র ভাণ্ডারকে নিঃশেষ করে দিতে পারে
আমার হৃদয় অস্ত্র খায়
কান্নার মতো দেখতে মানুষ
বুদ্ধি জ্ঞান ক্ষমতার নির্ঘণ্ট নিচে
দেখো মানবতার আপেল কামড়ে ধরে আছে এক শিশু
শূন্য গ্রাস
শোনো আকাশে কঙ্কালের ঝনঝনানি
আমি যেতে চাই জল্লাদদের অস্ত্রের শস্য খেতে
খেয়ে ফেলতে চাই ভুট্টা আর কামানের দানাগুলো
আমি জানি পৃথিবী আর চন্দ্র সূর্য গ্রহ একটি যুদ্ধের নাম

