কবিতা - অবশেষটা, কবি - গোলাম রসুল
অবশেষটা
গোলাম রসুল
দেখো একটা আয়না ঘোড়া
শকুন খুবলে খাচ্ছে যুদ্ধের মাংস
বধির বেহালা বাজছে বধ্যভূমিতে
আর মর্মমূলে
দেখতে থাকো দোমড়ানো মোচড়ানো অবশেষটা
অবশেষটা দেখো
নৌকার
জলের
তীরভূমির কান্নার
স্ফটিক স্বচ্ছ
উন্মুক্ত
শহীদের বোনা কাপড়
আত্মার মতো
ফাঁপা
আর পেরেকে ঠাসা হাঁসফাঁস
খুলে যাওয়া হাত
যে হাতে সূর্য প্রাগৈতিহাসিক গোলাপ
প্রতিটি আঙুল অশরীরী কথা
চিৎকারের ধোঁয়া ছাই স্বদেশ
রাষ্ট্র বোমার মধ্যে ফুলগাছ
বৈধ হত্য
মুখ নেই
ধড়ের ওপর গজিয়ে ওঠা মাশরুমকটা
আবার ভয়াবহ থেঁতলে যেতে পারে
অবশেষটা দেখো
মহাপ্রাণ এক সুতোয় চাঁদ
অস্ত্রহীন নিলীমা
রাষ্ট্রহীন আকাশ

