কবিতা - সুপ্রভাত, কবি - বাবুর আলি

 


সুপ্রভাত

বাবুর আলি 


নিদ্রাবিহীন শেখ রাতে

ভাদরের আসন্ন প্রাতে,

বরষা ভরসা দিল 

দিন যাবে আজ ভালো। 


শুভাশিস বাণী জানাই বন্ধু জনে 

যতগুলি প্রিয় মুখ পড়ে মনে 

উত্তরের অপেক্ষায় থাকি 

সবাই ঘুমিয়ে আছে নাক?


ঊষা মেঘে ঢাকা 

মাঝরাতে বিদায় নিয়েছে রাকা

শরতের মেঘ ভেসে যায় 

অসীম আকাশ দরিয়ায়। 


বাড়লে বেলা 

শুরু হবে খেলা ,

পদ ভারে কম্পিত পথে 

খেলা ভাঙার খেলা।


খেলা হত্যা রূপে, কুমারীর 

শব লালসার যূপকাষ্ঠে নিথর।

বিচার চাই জনতার দরবারে

বজ্র ধ্বনিত তারস্বরে।


নাম না জানা পাখি সুর সাধে

মন্দিরে গায় যোগী রাধে, রাধে।

আজান আহবান করে ডাকে 

দিনের শুরুতে স্মরণ করো তাকে। 


ফুটুক উষার আলো, ঘুচে যাক মনের কালো 

সুপ্রভাত বন্ধুরা দিনটা যাক আজ ভালো।।

No comments

Powered by Blogger.