কবিতা - চেতনায়, কবি - বিজুরী ইসলাম (বাংলাদেশ)

 

চেতনায়

বিজুরী ইসলাম 


যতোটা দূরের তুমি আমার 

ততোটাই কাছের 

নিরবিচ্ছিন্নতায়, 

যতোটা সম্ভাবনা তুমি আমার 

ততোটাই শূন্যতা পূর্ণতা 

অপূর্ণতায়। 


তুমি আমার চিন্তা চেতনায়

 বিশ্বাসে স্বার্থে সর্তে,

তোমাতেই বিমুগ্ধ বিমোহিত 

 আবেগ, বিন্দুবিসর্গে মর্তে।


 তুমি যোগ-বিয়োগ

গাণিতিক ধারা 

বৃত্তে-ব্যাসার্ধ্যের জ্যামিতিক সূত্রে,

তুমি স্বপ্নে-জাগরণে বিমূর্ত 

বিমুঢ়ে সর্বত্রে।

No comments

Powered by Blogger.