কবিতা - ভাবনার বাতায়নে, কবি - শুভঙ্কর রায় চৌধুরী
ভাবনার বাতায়নে
শুভঙ্কর রায় চৌধুরী
ভাবনার বাতায়নে, একাকী নির্জনে;
আছি চেয়ে, অবাক নয়নে
নীহারিকা পানে!
পুরাতন বছরকে পিছু ফেলে
নবীন বছর যায় যে গড়িয়ে
স্মৃতির পাতা থেকে
অনেক কিছু যায় যে হারিয়ে!
হৃদয়ের সুপ্ত আবেগ, শুধু হৃদয়ই জানে!
অনেক না বলা কথা ~ যায় সরে অভিমানে।
প্রতিটি নি:শব্দ যামিনীতে
শুনতে পাই পৃথিবীর গোঙানি,
মনের গভীরে, সহস্র যন্ত্রণার ঝলকানি!
ভাবনার বাতায়নে
আজও আছি বসে একাকী নির্জনে!

